BAF SEMC Events
  •   07 Sep 2025
  •   BAF SEMC

বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট শহিদ মতিউর রহমানের ৫৪তম শাহাদত বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।

বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী স্কুল এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় অধ্যক্ষ উইং কমান্ডার আব্দুল্লাহ আল আমিন, পিএসসি।

এছাড়াও উপাধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষক,অন্যান্য শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত থেকে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট শহিদ মতিউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন।

মুক্তিযুদ্ধে মতিউরের অসম সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাঁকে সর্বোচ্চ জাতীয় খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করে। তাঁর এই আত্মত্যাগ আমাদের স্বাধীনতা সংগ্রামে অসামান্য প্রেরণা জুগিয়েছে এবং ভবিষ্যতেও জুগিয়ে যাবে। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট শহিদ মতিউর রহমানের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা।